Follow

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Buy Now

নেপালে ‘জেন-জি’ প্রতিবাদে ১৪ নিহত, ৫০ আহত

Nepal protest Nepal protest

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে অন্তত ১৪ জন নিহত এবং অর্ধশতাধিক এর বেশি তরুণ আহত হয়েছে বলে জানিয়েছে নেপাল টেলিভিশন। পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে।

সংসদে বিক্ষোভ:

কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে সংসদ কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করেন। তারা একটি অ্যাম্বুল্যান্সে আগুন লাগিয়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে ইটপাটকলে নিক্ষেপ করে এবং আহতদের মোটরসাইকেলে হাসপাতালে পৌঁছে দেয়।

Advertisement

তরুণদের ক্ষোভ:

আন্দোলনকারীরা এটিকে “জেন-জির প্রতিবাদ” বলে অভিহিত করছেন। তারা বলেন, সামাজিক মাধ্যম বন্ধ এবং সরকারের নীতির কারণে তরুণদের মধ্যে ক্ষোভ রয়েছে।

সরকারের ব্যাখ্যা:

সরকার বলেছে, ফেসবুকসহ কয়েকটি প্ল্যাটফর্ম অনুমোদন ছাড়া পরিচালিত হওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই প্ল্যাটফর্মগুলো ভুল তথ্য, হিংসাত্মক বক্তব্য প্রচার এবং প্রতারণার জন্য ব্যবহার হচ্ছিল।

নিয়ন্ত্রণ ব্যবস্থা:

পুলিশকে জল কামান, লাঠি ও রাবার বুলেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সহায়তার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। কাঠমান্ডুর সিংহ দরবার এলাকায় কারফিউ রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট:

নেপালের তরুণদের মধ্যে সরকারের দুর্নীতি ও প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যর্থতার প্রতি ক্ষোভ ব্যাপক। আন্দোলন দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক প্রেক্ষাপট:

নেপালের সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা এমন সময়ে এসেছে, যখন বিশ্বব্যাপী বহু দেশ – যুক্তরাষ্ট্র, ইইউ, ভারত, চীন ও অস্ট্রেলিয়া – সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ এবং অনলাইন নিরাপত্তা কঠোর করছে।

সমালোচকরা বলছেন, এতে স্বাধীন মত প্রকাশের ওপর প্রভাব পড়তে পারে, তবে নিয়ন্ত্রকরা মনে করেন এটি প্রয়োজনীয়।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement