রোমের ভ্যাটিকানে রবিবার হাজারো মানুষের উপস্থিতিতে ক্যাথলিক চার্চের প্রথম মিলেনিয়াল সেইন্ট হিসেবে ঘোষণা করা হলো ইতালির কিশোর কার্লো একিউতিসকে। অনলাইনে ধর্মীয় প্রচারণার জন্য তাকে বলা হয় “গডস ইনফ্লুয়েন্সার”।
লন্ডনে ১৯৯১ সালে জন্ম নেওয়া একিউতিস ২০০৬ সালে মাত্র ১৫ বছর বয়সে লিউকেমিয়ায় মারা যান। জীবদ্দশায় তিনি চার্চের বিভিন্ন অলৌকিক ঘটনার নথি ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ ও প্রচার করতেন। এজন্য ক্যাথলিক দুনিয়ায় তিনি পরিচিত ছিলেন “সাইবার অ্যাপোস্টল” নামে।
পোপ লিও চতুর্দশের নেতৃত্বে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত ওই অনুষ্ঠানে একিউটিসের পরিবারও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৮০ হাজার মানুষ যোগ দেন, যাদের বড় অংশ ছিলেন তরুণরা।
পোপ বলেন, “কার্লো একিউটিস ও পিয়ের জর্জিও ফ্রাসাত্তি আমাদের শেখান – জীবন অপচয় করার নয়, বরং সেটিকে ভালোবাসা ও বিশ্বাসের মাধ্যমে মহৎ রূপ দেওয়া সম্ভব।” এদিন ফ্রাসাত্তিকেও সেইন্ট হিসেবে ঘোষণা করা হয়।
ভ্যাটিকানের নিয়ম অনুযায়ী সেইন্ট ঘোষণার জন্য অন্তত দুইটি অলৌকিক ঘটনার স্বীকৃতি প্রয়োজন। একিউটিসের নামে ব্রাজিলে এক শিশুর বিরল অসুস্থতা সেরে যাওয়া এবং কোস্টারিকার এক শিক্ষার্থীর গুরুতর দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে ওঠার ঘটনা অলৌকিক বলে স্বীকৃতি পেয়েছে।
বর্তমানে ইতালির আসিসি শহরে কাঁচের তৈরি সমাধিতে একিউতিসের মরদেহ সংরক্ষিত আছে। সেখানে তিনি সাধারণ জিন্স ও খেলার জুতা পরিহিত অবস্থায় আছেন। গত বছরই প্রায় দশ লাখ মানুষ ওই সমাধি পরিদর্শন করেন বলে স্থানীয় ডায়োসিস জানিয়েছে।
একিউতিসের মা আন্তোনিয়া সালজানো বলেন, “আমার ছেলে প্রমাণ করেছে – সবার পক্ষেই সেইন্ট হওয়া সম্ভব। আমরা প্রত্যেকেই বিশেষ।”